• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভৈরব নদে পাট জাগ দেবার দাবিতে কৃষকদের বিক্ষোভ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

ভৈরব নদে পাট জাগ দেবার দাবিতে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে মেহেরপুরের চাষীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুজিব নগর উপজেলার দারিয়াপুর ও বিদ্যাধরপুর গ্রামের শতাধিক চাষী শুকনো পাটগাছ নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে। 

এসময় কৃষকরা জেলা প্রশাসকের সাথে দেখা করে বলেন, আমরা পাট নিয়ে বিপদে আছি। আমাদের ভৈরব নদে পাট জাগ দেবার ব্যবস্থা করে দিতে হবে।

জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, আমাদের ভৈরব নদকে বাঁচাতে হবে এবং চাষীদেরও বাঁচাতে হবে। আমরা এর একটা ব্যবস্থা করবো। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কৃষকরা বিক্ষোভ বন্ধ করে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা